আজ সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট চলাকালে দু’পক্ষের সংঘর্ষে ইটের আঘাতে আহত হয়েছেন মতিউর রহমান নামে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোট চলাকালে কুমারপাড়া এলাকায় কাজীটোলা স্কুলের পাশে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে একটি ইট সেখানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের গাড়ির কাঁচ ভেঙে তার নাকে আঘাত করে।
এই বিষয়ে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান জানান, দু’পক্ষের সংঘর্ষের সময় হঠাৎ একটি ইটের আঘাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সকাল ৮টায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর দুপুর ২টার দিকে গোলযোগের কারণে দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।