দুলাইভাইয়ের সাথে শত্রুতার জেরে শালীকে বিবস্ত্র করে নির্যাতন

0
বরিশাল Barishal

বরিশালের আগৈলঝাড়ায় বিরোধের জের ধরে গৃহবধূ পারভীন আক্তারকে দুলাভাইয়ের শত্রুরা শিকলে বেঁধে নির্যাতন করে প্রায় বিবস্ত্র অবস্থায় ছবি তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার একদিন পর মঙ্গলবার সকালে গুরুতর আহত পারভীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়,পুলিশ এ বিষয়ে নির্যাতনের শিকার ওই নারীর বক্তব্য নিলেও নির্যাতনের ওই ভিডিও এখনো উদ্ধার করতে পারেনি।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের ইমদাদুল হক বাহাদুরের সঙ্গে একই বাড়ির কাশেম খানের যাতায়াতের পথ নিয়ে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার পারভীন ইমদাদের বাড়িতে বেড়াতে আসে। বিকেলে কাশেমের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে কাশেমের ছেলে ইলিয়াস ও তার স্ত্রী রেখা পারভীনের পথরোধ করে।

এরপর তারা একপর্যায়ে পারভীনকে মারধর করা শুরু করে। এ সময় ইলিয়াসের পরিবারের লোকজন তাকে প্রথমে রশি ও পরে লোহার শিকল দিয়ে বেঁধে দুটি তালা মেরে বাড়ির আমড়াগাছের সঙ্গে বেঁধে রাখে ও টানাহেঁচড়া করে শরীরের কাপড় ছিঁড়ে মোবাইল ফোনে সেই ছবি ধারণ করে। তার বোন সুমি ও ভাই শাহজালালকে তাকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়। একপর্যায় গ্রাম পুলিশ পরেশ দাসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে আহত পারভীনকে হাসপাতালে নিতে চাইলে ইলিয়াসের লোকজন তাতেও বাধা দেয়।

এ বিষয়ে থানার ওসি গোলাম ছরোয়ার জানান, নির্যাতনের খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠান। তবে ভিকটিমের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি। তাদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।