দেশে আনা হচ্ছে আনিসুল হকের মরদেহ

0
দেশে আনা হচ্ছে আনিসুল হকের মরদেহ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ যুক্তরাজ্য থেকে দেশে আনা হচ্ছে।

দেশে আনা হচ্ছে আনিসুল হকের মরদেহ

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার (বাংলাদেশ সময় রাত ২টা) দিকে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে তার মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বর্তমানে ফ্লাইটটি ঢাকার পথে রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বেলা ১টার দিকে ফ্লাইটটি পৌঁছার কথা রয়েছে। আনিসুল হকের পরিবার সূত্রে এ খবর জানা যায়।

বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ প্রথমে বনানীর বাসভবনে নেওয়া হবে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বিকেল ৩টা থেকে আর্মি স্টেডিয়ামে রাখা হবে। বিকেল ৪টায় আসরের নামাজের পরপরই তার দ্বিতীয় জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে নিজের ছোট ছেলের কবরে তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার বাদ জুমা (স্থানীয় সময় বেলা ১২টা ৫৭ মিনিটে) যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিল্পপতি সালমান এফ রহমান, ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, প্রয়াত মেয়রের ছেলে নাভিদুল হক ও ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত পারভেজ আহমেদসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। জানাজায় ইমামতি করেন রিজেন্ট পার্ক মসজিদের ইমাম।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে