বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ এক লাখ ৬৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।
সোনাইমুড়ী উপজেলার ৪নং বরগাঁও ইউনিয়নের ভাবিয়াপাড়া এলাকায় জুয়ার আসর থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
শুক্রবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা সালা উদ্দিন, মো. মোস্তফা কামাল, নুরনবী বশু,তাজুল ইসলাম, মজিব উল্যাহ সোহাগ, মো. শামীম, আবদুল গফুর, আজিজুর রহমান, সাখাওয়াত হোসেন, জয়নাল আবেদীন এবং জাফর উল্যাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা যোগে আসা জুয়াড়িরা প্রতিদিন এখানে জুয়ার আসর বসাতেন। কিন্তু দেখা যেতো দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোক আসতো। জুয়া খেলার পাশাপাশি তারা মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমও করতো বলে জানান তারা।
এ বিষয়ে নোয়াখালী জেলা গোয়োন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।’