দোকান খুলতে গিয়েই প্রাণ গেল ব্যবসায়ীর

0
লাশ

পাবনার চাটমোহরে দোকানের তালা খুলে সাঁটারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্টে মোখলেছ উদ্দিন (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোখলেছ উদ্দিন ওই এলাকার খাড়পুকুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হান্ডিয়াল মধ্যবাজারে মোখলেছ তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মতিন কম্পিউটার অ্যান্ড স্টেশনারি’ নামের দোকানটি খুলতে আসেন। এসময় তালা খুলে সাঁটারে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দোকানের ভেতরের ছেঁড়া কোনো বৈদ্যুতিক তার সাঁটারে লেগে থাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।