ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

0
ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

যশোর জেলার শার্শায় আশরাফ হেসেন (২২) নামেক ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে প্রশাসন। খুলনার পাইকগাছা এলাকার বাওড়ি গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ২০২০ সাল থেকে একাধিকবার ধর্ষণ করেন আশরাফ। পরে বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে গত ৩ আগস্ট শার্শা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। এতো দিন পালিয়ে পালিয়ে চলছিলেন আশরাফ। রবিবার গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।