ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

0
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুরের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোটরসাইকেল চালক নাসির উদ্দীন (৪৫) ও ওয়াজি উল্লাহ (২৬)।