কালের নিয়ম মেনে বদল আসছে পৃথিবীতে। খেলাধুলা ব্যতিক্রম নয়। দর্শক ধরে রাখতে সকল খেলাতেই নিয়ন্ত্রকরা আনেন পরিবর্তন। সংযোজন-বিয়োজনে চেষ্টা থাকে আকর্ষণীয় করে তোলার। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা হাঁটছে সেই পথে।
স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর খবর, বেশ কিছু নিয়ম আনতে চলেছে ফিফা। ফিউচার কাপ নামে একটি টুর্নামেন্ট হচ্ছে ইউরোপে। পিএসভি আইন্দহোপেন, ক্লাব ব্রুগ, লাইপজি ও এজেড আলকামারের অনুর্ধ্ব-১৯ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে পরীক্ষামূলকভাবে কিছু নিয়ম চালু করছে ফিফা।
দেপোর্তিভোর খবরের বিরুদ্ধে ফিফা কোনো বিবৃতি না দেওয়াতে সম্ভাবনা ফেলে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করছে চমকের ব্যাপারে। যদিও নতুন নিয়মগুলোকে সমর্থন দিচ্ছে না ফুটবল ভক্তরা। কী সেই নিয়মগুলো?
নব্বই মিনিটের পরিবর্তে ৩০ মিনিট করে খেলা হবে ৬০ মিনিট। কোনো ফুটবলার হলুদ কার্ড পেলে ৫ মিনিটের সাসপেনশনে থাকবে। খেলোয়াড় পরিবর্তনে কোনো বাঁধাধরা নিয়ম থাকবে না। থ্রোয়িং করা হবে পা দিয়ে। বল মাঠের বাইরে গেলে বা বিঘ্ন ঘটলে বন্ধ থাকবে রেফারির ঘড়ি।
নিয়মগুলো চালু হবে কি-না সেটি সময়ের ব্যাপার। এরই মাঝে উঠেছে আলোচনার ঝড়। ভিএআর প্রযুক্তি চালুর পর দর্শকরা প্রথমে মানতে পারেনি। সময়ের সাথে মানিয়ে নিয়েছে। দেখার পালা নতুন নিয়ম চালু হলে কেমন সাড়া মেলে।