সাইফউদ্দিনের প্রশংসা করলেন সাকিব

0
সাইফউদ্দিনের প্রশংসা করলেন সাকিব

লক্ষ্য ২৪১। প্রথম ম্যাচের ফর্ম বিবেচনায় সহজ জয় পাবার কথা বাংলাদেশের। কিন্তু ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে ভালোভাবে বাংলাদেশকে চেপে ধরে স্বাগতিক জিম্বাবুয়ে।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে নিষ্প্রভ সাকিব আল হাসান। ছয় মাস ধরে নেই ফিফটি। এই সময়ে রঙিন জার্সিতে দেশের পক্ষে মাত্র চার ম্যাচ খেললেও মাঝে গেছে আইপিএল, ডিপিএল। সাকিবের ব্যাটে রান নেই।

বিপদের মুখে বহুবার দেশকে বাঁচিয়েছেন সাকিব। আরেকটি বিপদে হাল ধরলেন, ফিরলেন ব্যাট হাতে পুরনো সাকিব হয়ে। ১০৯ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংস কেবল সাকিব ভক্তদের স্বস্তি দেয়নি, পাথর সরিয়েছে সাকিবের বুক থেকেও।

ব্যাটিং সম্পর্কে সাকিব জানান, ‘আমি নিজেও চিন্তিত ছিলাম অনেকদিন ধরে। এমন ইনিংস প্রয়োজন ছিল। পরিশ্রম করে গেছি। আমি খুশি। এই মাইন্ডসেট ধরে সামনে ভালো করতে চাই’।

অষ্টম উইকেট জুটিতে সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে করেন অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি। সাকিব প্রশংসা করলেন সাইফের ছোট তবে কার্যকরী ইনিংসের, ‘সাইফ শেষ পর্যন্ত থেকেছে। আমার সাথে খেলা শেষ করেছে। ওকে কৃতিত্ব দিতে হয়।’