আজ বুধবার রাত ৯টার দিকে রাজধানীর নদ্দায় একটি রিকশা গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্যারেজের ২৫/৩০টি রিকশা পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
রিকশা গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান,ফয়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান ও বাবুল চৌধুরী। রাত সোয়া ৯টার দিকে তারা আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেখানে আগুন লেগে ৩০টির মতো রিকশা পুড়ে গেছে। আগুন যাতে বাড়তে না পারে তার জন্য কাজ করছে ফায়ার সার্ভিস।
তারা আরও বলেন, কি কারণে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায় নি।