নারায়ণগঞ্জে ক্লিনিকে বিস্ফোরণ

0
নারায়ণগঞ্জে ক্লিনিকে বিস্ফোরণ, আহত ২

নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুরমাঠ এলাকার একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের মিটার বিস্ফোরণে দুইজন ওয়ার্ড বয় আহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. রাজীব (২৭) ও হৃদয় (২১)। তাদের মধ্যে রাজীবের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

ক্লিনিকের ম্যানেজার আফজাল জানান, এক রোগীর অপারেশনের জন্য সিলিন্ডার লাগানোর সময় মিটার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারটি লিকেজ ছিল। এ কারণেই বিস্ফোরণ হয়। আহতদের একজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্ফোরণের কারণ জানা যাবে।”