নারীর পেটে পাওয়া গেলো ২২৫০ পিস ইয়াবা

0
যশোর Jashore

যশোর জেলার ঝিকরগাছায় মলহা বানু (৩৮) নামের এক নারীর পেট থেকে ২ হাজার ২৫০ পিসসহ পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে প্রশাসন।

সোমবার জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মলহা বানু কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদার বিল এলাকার মৃত আব্দুস সাত্তারের মেয়ে। তার স্বামীর নাম নুর মোহাম্মাদ।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় টলি ব্যাগে লুকানো ৩ হাজার ৫০০পিস ইয়াবাসহ মলহা বানুকে আটক করে তারা। জিজ্ঞাসাবাদের সময় পেটের ভিতর আরও ইয়াবা আছে বলে স্বীকার করেন তিনি। অতঃপর ডাক্তারের সহায়তায় ওই নারীর পেট আরও ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।