না ফেরার দেশে ক্রীড়া সংগঠক আনু

0

না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য ক্রীড়া সংগঠক, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং সাউথ এশিয়ান টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আনু। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তরায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।

শামসুল আলম ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। ওয়ারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য ছিলেন। পাশাপাশি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন আনু। উত্তরা ৪ নম্বর সেক্টরের কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

গুণী সংগঠক শামসুল আলমের মৃত্যুতে শোক এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এছাড়াও, শোক জানান বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি নাসিমুল হাসান দোদুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম।

টেবিল টেনিস ফেডারেশন ছাড়াও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ফুটবল ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।