নিজ ঘরে ঘুমাতে যাওয়া কিশোরীর রহস্যময় খুন!

0
islamic-university

গতকাল বুধবার (১৪ জুলাই) কুষ্টিয়া- মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলায় ঘরে ঘুমিয়ে থাকা উম্মে ফাতেমা (১৪) নামের এক নবম শ্রেণীর স্কুলছাত্রীর লাশ গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত এই কিশোরী মিরপুর পৌরসভার তালতলা মহল্লার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে বডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের অধীনে ভাঙ্গা বটতলার পূর্ব-দক্ষিণে ও শহীদুল ঠাঁকুরের ইটভাটার পশ্চিমের (শোলা বিলের মাঠ) এক ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

এ ব্যাপারে নিহতের বাবা খন্দকার সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, গত মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে ফাতেমা নিজ শয়ন কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাইফুল ইসলামের ঘুম ভাঙলে তিনি উঠে দেখেন ফাতেমার ঘরের দরজা খোলা এবং সে ঘরে কোথাও নেই। ফাতেমাকে না পেয়ে আশপাশের স্থানসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন তিনি কিন্তু কোনো সন্ধানই তিনি পাননি। অবশেষে পরের দিন পুলিশ ওই ভুট্টা ক্ষেত থেকে ফাতেমার লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “কে বা কারা তাকে হত্যা করেছে এবং কেনোই বা করেছে তা এখনো জানা যায়নি। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ইন শা আল্লাহ খুব দ্রুতই আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।”