নিজ ঘর থেকে উদ্ধার হল তৃতীয় লিঙ্গ বেশধারী কিশোরের ঝুলন্ত লাশ

0

কুষ্টিয়ায় কুমারখালীতে সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের বেশধারী এক কিশোর তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত কিশোরের পরিচয় সে যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের মৃত আলিম হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৬)। পরিবারের সদস্যদের থেকে জানা যায়, রাব্বি মানসিক বিকারগস্ত ছিল।

এ বিষয়ে নিহতের চাচা রুহুল বলেন, ‘রাব্বি তৃতীয় লিঙ্গের না হয়েও তাদের মতো বেশধারণ করে চলাফেরা করতো এবং তাদের সঙ্গে মেলামেশা করতো। এজন্যে পরিবারের সদস্যদের সঙ্গে তার একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। পাশাপাশি সে ড্যান্ডি আঠাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করা শুরু করে এবং মাঝে মাঝেই আত্মহত্যা করার কথা বলতো।’

জানা যায়, রবিবার রাতে সে প্রতিদিনের মতো একা ঘরে ঘুমাতে যায়। পরেরদিন অনেক বেলা হওয়ার পরেও দরজা না খুললে ডাকাডাকির একপর্যায়ে দরজা ভেঙে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখা যায়। এ সময় গ্রাম পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় তাকে ওড়না কেটে নিচে নামায়।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, রাব্বি নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এছাড়া তার ঘর তল্লাশি করে বিছানার নিচ থেকে ড্যান্ডি আঠা পাওয়া যাওয়ায় সন্দেহ করা হচ্ছে ছেলেটি নেশাগ্রস্ত ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।