শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে গোসল করতে নিজ বাড়ির পুকুরে নেমে সোহাগ গাজী (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত সোহাগ গাজী উপজেলার ১১নং চর দুখিয়া পুর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পশ্চিম একলাশপুর গ্রামের গাজী বাড়ির রুহুল আমিনের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও গোসল করতে পুকুরে যান সোহাগ। এসময়ে হঠাৎ করে স্ট্রোকজনিত কারণে পা পিছলে পুকুরে পড়ে যান তিনি। সাথে সাথে বিষয়টি দেখতে পেয়ে তার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা করছেন, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন বলেন, ‘পুকুরে গোসল করতে যাওয়ার পর সেখানে স্ট্রোকজনিত কারণে সোহাগ গাজীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Attachments area