নেত্রকোনায় করোনায় অন্তঃসত্ত্বার মৃত্যু

0
নেত্রকোনায় করোনায় অন্তঃসত্ত্বার মৃত্যু

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় ৮ মাসের এক অন্তঃসত্ত্বাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ১০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার ২৮ বছরের একজন অন্তঃসত্ত্বা রয়েছে। এছাড়া আটপাড়া, মোহনগঞ্জ, বারহাট্টা, কলমাকান্দা উপজেলায় একজন করে মারা গেছেন। তাদের প্রত্যেকের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। এ পর্যন্ত জেলায় করোনায় মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক দিনে জেলায় ২৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৭৬। নতুন শনাক্ত ১০১ জন রোগীর মধ্যে ৫৪ পুরুষ ও ৪৭ নারী রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া মোহনগঞ্জের ২০ জন; বারহাট্টার ৮; কেন্দুয়া, পূর্বধলা ও কলমাকান্দার ৪ জন করে; মদনের ২, আটপাড়ার ৭, দুর্গাপুরের ১১ ও খালিয়াজুরির ৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ২১ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৭৬। আর এ পর্যন্ত ১ হাজার ৪৩৪ জন সুস্থ হয়েছেন।