নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

0
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নেত্রকোনার দুর্গাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপুর এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এ এস এম জাকারিয়া জানান, “উপজেলার সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তি ওই এলাকায় অভিযানে গেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।”

তিনি আরও জানান, জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য ৪ লাখ ৮৫ হাজার ৫১৬ টাকা। ওষুধগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হবে।