নেত্রকোনায় ভিমরুলের কামড়ে আবিদ হোসেন নামের এক ১০ বছরের শিশুর মৃত্য হয়েছে। দীর্ঘ ২২ ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল রবিবার দুপুর ১টার দিকে নেত্রকোনার কেন্দুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মৃত আবিদ কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ১০ জুলাই,শনিবার দুপুর ৩টার দিকে আবিদ খেলা করতে গিয়ে প্রতিবেশী জব্বার মিয়ার পুকুরপাড়ে ভিমরুলের চাকে হাত দিলে ভিমরুলের ঝাঁক তাকে কামড় দেয়। এতে সে আহত হয়।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে আবিদের মৃত্যুতে পরিবারের সবাই গভীর শোকে আচ্ছন্ন। বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পিয়াস পাল বলেন, ভিমরুলের কামড়ে বিষক্রিয়ায় শিশু আবিদের মৃত্যু হয়েছে।