নেপালে বাংলাদেশী বিমান বিধ্বস্তে ৫০ জন নিহত!

0
nepal plane crash

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় ৫০ জন নিহতের আশংকা করা হচ্ছে । নেপাল পুলিশের বরাত দিয়ে বেশ কিছু বার্তা সংস্থা ৫০ জন নিহতের কথা প্রকাশ করেছে। তবে বিবিসি, সিএনএন, ফক্সনিউজ সহ সকলে ৩৮ জনের কথা নিশ্চিত করেছে। এছাড়া অন্তত ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান দুর্ঘটনা
অবতরণের সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী ও ৪জন ক্রু সহ ৭১ জন আরোহী নিয়ে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স,  ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের সময় স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) বিমানটি বিধ্বস্ত হয়। প্রথমে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাশে একটি ফুটবল মাঠে গিয়ে বিধ্বস্ত হয়।

নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাশে একটি ফুটবল মাঠে গিয়ে বিধ্বস্ত হয়।

পুলিশ ও নেপাল সেনাবাহিনী উদ্ধার কাজ পরিচালনা করছে।

উদ্ধাকাজ চালাচ্ছে নেপাল সেনাবাহিনী ও পুলিশ

ধারনা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারনে দূর্ঘটনাটি ঘটেছে।