মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্বান্ত অনুযায়ী নোয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নারী শিল্পোদ্যোক্তাদের উন্নয়নে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বিসিক জেলা কার্যালয়ের পক্ষ থেকে।
জানা যায়, রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান। এছাড়া বিসিক জেলা কার্যালয় নোয়াখালীর উপ-মহাব্যবস্থাপক মাহবুব উল্যাহের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।
এ সময়ে সভাপতির বক্তব্যে মাহবুব উল্যাহ বলেন, ‘এই প্রশিক্ষণ কোর্সে নোয়াখালী জেলার ৩০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করছেন। এনাদের মধ্যে ২০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে প্রথম বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ও কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’র ব্যবস্থা করা হবে।’