নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইউছুফ গোবি (৩৫) নামে এক মাদক কারবারিকে একশ পিস ইয়াবাসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদক কারবারি ইউছুফ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় কাদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমে জানান, শুক্রবার রাতে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে অভিযান চালানো হলে বিশেষ কায়দায় রাখা একশ পিস ইয়াবাসহ ইউছুফকে গ্রেফতার করা হয়।
তিনি আরোও জানান, গ্রেফতার ইউছুফের বিরুদ্ধে বেগমগঞ্জ থানার একটি মামলা আদালতে বিচারধীন রয়েছে। মাদক আইনে নতুব আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
Attachments area