নোয়াখালীতে যুবক হত্যার ঘটনায় ৩জন গ্রেফতার

0
arrest

সোমবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে মো. রাশেদ (১৮) হত্যার ঘটনায় এজাহার নামীয় তিন আসামিকে গ্রেফতার করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- আলাইয়ারপুর গ্রামের রবিউল হোসেন রবিন (২২), ডা. সোলায়মান (৪৮) ও আবুল হোসেন (৬২)।

মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন জানান, হত্যার ঘটনায় নিহতের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে ১১ আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা করলে পুলিশ তাদের ধরতে অভিযানে নামে। সে অভিযানে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেন তারা।

এদিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার জানান, নিহতের বাবার অভিযোগটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

এর আগে পুলিশ রবিবার সকালে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাটুয়ার বাড়ি ও মেস্তরি বাড়ির মাঝামাঝি একটি নির্জন বাগান থেকে মো. রাশেদ(১৮) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ।