নোয়াখালীতে শুধু এক জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছেন আরও চার হাজার ৫৬৯ জন।
রবিবার নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলায় মৃত ১৮৬ জনের মধ্যে নোয়াখালী সদরের ৩৪ জন, সূবর্ণচরের পাঁচজন, হাতিয়ার দুইজন, বেগমগঞ্জের ৬০ জন, সোনাইমুড়ির ১৫ জন, চাটখিলের ২১ জন, সেনবাগের ২২ জন, কোম্পানীগঞ্জের চারজন ও কবিরহাটের ২৩ জন।
তিনি আরও জানান, জেলায় এই এক মাসে মোট এক লাখ ১৩ হাজার ৬০৯ জনের পরীক্ষা করে ১৫ হাজার ৮৭১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে বর্তমানে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ছয় হাজার ৭৫ জন; যাদের মধ্যে গুরুতর ৯৪ জন আবার কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন।
এছাড়া আরো জানা যায়, মোট শনাক্তের মধ্যে নোয়াখালী সদরে পাঁচ হাজার ৫৫৮ জন, সুবর্ণচরে ৬০৫ জন, হাতিয়ার ২৩৮ জন, বেগমগঞ্জের তিন হাজার ২৩ জন, সোনাইমুড়ীর এক হাজার ২৪৩ জন, চাটখিলের ৮৮৫ জন, সেনবাগের এক হাজার ছয়জন, কোম্পানীগঞ্জের এক হাজার ৮১০ জন ও কবিরহাটের এক হাজার ৫০৩ জন রয়েছেন।