শুক্রবার নড়াইলের কালিয়ায় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান হয়েছে।
গ্রেফতারকৃত ৪জন হলেন—উজির মোল্যা (৪৫), মকছেদ শেখের ছেলে মো. টুলু শেখ (৪৩), আব্দুর রউফ শেখের ছেলে মো. শাহীন শেখ (৩৫) ও আখতারুজ্জামান শেখের ছেলে মো. শিহাব শেখ (২৮)।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় শুক্রবার সকালে থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার আসামিকে গ্রেফতার করা হয়।
এদিকে মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার নয়া মাউলী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সিকু শেখ ও নাজমুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে প্রতিপক্ষের আঘাতে ইজামুল শেখসহ (২৮) অন্তত তিনজন আহত হয়। পরবর্তীতে আহত ইজামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।