কাজের প্রলোভনে অবৈধভাবে বাইরের দেশে নারী ও শিশু পাচার আমাদের দেশে নতুন কিছু নয়। বারবার পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বারবারই কোনো না কোনো ভাবে বিভিন্ন চক্র বিদেশে অবৈধভাবে নারী ও শিশু পাচার করে আসছে। এমনই ভাবে তিন বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে পাচার করা হয় খুলনার এক কিশোরীকে। টানা ৯ মাস কারাভোগের পর আজ দেশে ফিরেছেন সেই কিশোরী।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করার পর জানা যায়, ওই ফেরত আসা কিশোরী খুলনার খান জাহান আলী থানার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মুজিবর রহমান সাংবাদিকদের জানান, তিন বছর আগে এক দালাল তাকে অবৈধপথে ভারতে নিয়ে যায়। এরপর সে ভারতের গুজরাট প্রদেশে বাসা-বাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে আদালতের মাধ্যমে তাকে চিল্ড্রেন হোমস অ্যান্ড গার্লস নামের একটি শেল্টার হোমে রাখা হয় ৯ মাসের মতো। এরপর দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে ওই কিশোরীকে দেশে ফিরিয়ে আনা হয়।
এদিকে বেসরকারি এনজিও সংস্থা জাস্টিস ফর কেয়ারের সমন্বয়কারী শাওলী সুলতানা বলেন, আপাতত ওই কিশোরীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরপর কোয়ারেন্টাইন শেষে খুলনায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।