ফেনীতে পাঞ্জাবির পকেট থেকে ৯৪০পিস ইয়াবাসহ মো. ইলিয়াছ (৩৭) নামের এক মাদক পাচারকারীকে র্যাব আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আটক ইলিয়াছ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাছির পাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আহাম্মদের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে র্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ইলিয়াছকে আটক করা হয়। পরে তার পাঞ্জাবির পকেট থেকে আনুমানিক চার লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৯৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াস নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ফেনীর বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছি।