রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার রতন নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
এরপরে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেয়। মাছটি আজ রবিবার সকালে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন তিনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী জানান, ভরা বর্ষা মৌসুম হওয়ায় এখন মাঝেমধ্যে পদ্মা ও যমুনা নদীতে প্রায়ই বড় বড় পাঙাশ, কাতল, রুই, বাগাড় ও বোয়াল–জাতীয় মাছ ধরা পড়ছে।
গতকাল মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতন কয়েকজনকে নিয়ে মাছ শিকারে গেলে জাল টেনে নৌকায় তোলার সময় দেখতে পায় বড় একটি পাঙাশ ধরা পড়েছে। মাছটি ওজন দিয়ে দেখে মাছটির ওজন ২৬ কেজি ৫০০ গ্রাম। পরে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেয়। এরপর মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। মাছটি দেখতে অনেকেই ভিড় করে তখন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, “সামনে ভরা বর্ষায় আরও বড় বড় মাছ পাওয়ার আশা রয়েছে। এ ধরনের দেশীয় প্রজাতির বড় বড় মাছ এই নদীতে পাওয়া এ অঞ্চলের মানুষের জন্য বড় সুখবর। তবে স্থানীয়ভাবে এ ধরনের মাছ রক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নিলে সবাই আরও বেশি উপকৃত হতো।”