পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় ৪ সিএনজি যাত্রী নিহত

0

গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানচাপায় সিএনজিতে থাকা ৪জন যাত্রী নিহত হয়েছেন। তবে নিহতের নাম ঠিকানা তৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে যাত্রীবাহী একটি সিএনজি পলাশবাড়ীর দিকে যাওয়ার পথে উত্তর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রশিকা অফিসের সামনে পৌঁছালে রংপুরগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।