গতকাল মঙ্গলবার পাকিস্তানে একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। ঘটনায় একজন রাজনীতিকসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হন আরো ৫৪ জন। খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমাবেশে ওই হামলা চালানো হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার ছিল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। এই কারণে অতীতেও হামলার শিকার হতে হয়েছে দলটিকে।
পেশোয়ার শহরের পুলিশ প্রধান কাজি জামিল জানিয়েছেন, ওই হামলায় এএনপি’র প্রার্থী হারুন বিলোরসহ ১৩ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, আগামী ২৫ জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।