পাটের গুদামে আগুন, ১১ হাজার মণ পাট পুড়ে ছাই!

0
পাটের গুদামে আগুন, ১১ হাজার মণ পাট পুড়ে ছাই

আজ বুধবার বগুড়া সদর উপজেলার মানিকচক বাজারে অবস্থিত খন্দকার জুট মিলের গুদামটিতে আগুনের ফলে প্রায় তিন কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক শাহাদৎ হোসেন সাজু।

পাটের গুদামে আগুন, ১১ হাজার মণ পাট পুড়ে ছাই

সকাল ৯টার দিকে পাটের গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর ৪টি ইউনিট ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মালিক শাহাদৎ হোসেন সাজু জানান, গুদামে রক্ষিত সব পাট পুড়ে যায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই, খন্দকার জুট মিলের  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসতে অনেক দেরি হয়ে যায়। এর ফলে গুদামে রক্ষিত প্রায় ১১ হাজার মণ পাট আগুনে পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, গুদামের অর্ধেক পাটই পুড়ে গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, আগুনের  সংবাদ পাবার সাথে সাথেই বগুড়া সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাবতলী উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসেব এখনই বলা সম্ভব নয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে