পানের সঙ্গে উকুন মারার বিষ খাইয়ে ননদকে হত্যা

0
বজ্রপাত

বগুড়ার গাবতলীতে পারিবারিক বিরোধে পানের সঙ্গে উকুন মারার বিষ মিশিয়ে খাইয়ে ননদ সাথী বেগমকে (২৭) হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া বিষক্রিয়ায় শাশুড়ি রাশেদা বেগম (৫০) অসুস্থ হয়ে পড়েছেন।

উপজেলার ধোরা গ্রামে এ ঘটনায় জড়িত থাকায় স্বামী আল-আমিন মণ্ডলের হত্যা মামলায় পুলিশ শুক্রবার সকালে গৃহবধূ পপি আকতারকে (২২) গ্রেফতার করেছে।

বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। পরে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বোনকে হত্যা ও মাকে হত্যাচেষ্টার অভিযোগে আল-আমিন শুক্রবার সকালে থানায় স্ত্রী পপি আকতারের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে একমাত্র আসামি পপি আকতারকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ননদকে হত্যার দায় স্বীকার করেন। শুক্রবার বিকালে তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ডের জন্য বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসানের আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন।