পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, ১৪টি অক্সিজেন সিলিন্ডার জব্দও করা হয়েছে।
গতকাল গোয়েন্দা পুলিশের একটি টিম হাসপাতাল চত্বর থেকে তাদের ঘরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, “শহরের শালগাড়িয়া মহল্লার সুলতান হোসেনের ছেলে মাসুদুর রহমান (৪৫) ও শালগাড়িয়া শাপলা মোড়ের কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী আকাশকে (২৫) ১ মাস করে এবং শালগাড়িয়ার আবু সাঈদের ছেলে আফজাল হোসেন (২৫) ও জন্টু হোসেনের ছেলে জীবনকে (২২) ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
এসপি মহিবুল ইসলাম খান বলেন, পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে একটি চক্র নিজেদের হেফাজতে রাখা অক্সিজেন টাকার বিনিময়ে সরবরাহ করে আসছিল রোগীদের কাছে।
এই প্রতারক চক্রের ৪ জনকে গোয়েন্দা পুলিশের একটি টিম হাসপাতাল চত্বর থেকে আটক করেছে বলে জানান তিনি।