পারফিউমের রাজ্য

0

Axe কিংবা Fogg এর মাতাল করা সুবাসে রাস্তা-ঘাটে সুন্দ্রী রা ঝেঁকে ধরুক আর নাইবা ধরুক Perfume এর রাজ্য যে মাতাল করার মতো তা অস্বীকার করার উপায় নাই। সুগন্ধির রাজ্যে স্বাগতম।
চলুন জেনেই নিই বিশ্বের সবচেয়ে দামী কয়েক টি সুগন্ধি সম্পর্কে।
পারফিউম

১) DKNY: বিশ্বের সবচেয়ে দামি ও আকাঙ্ক্ষিত পারফিউমটিকে সংক্ষেপে ডাকা হয় DKNY মিলিয়ন নামে। ২০১১ তে বাজারে আসা এ পারফিউমটির প্রতি আউন্স (১ আউন্স=২৮.৩৫ গ্রাম) কিনতে খরচ হবে ৮০ লাখ টাকারও বেশি। বিখ্যাত অলঙ্কার ডিজাইনার মার্টিন কার্টজ এই পারফিউমটি নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করেন। বেশ কয়েকটি জনপ্রিয় পারফিউমের সংমিশ্রণে এটি তৈরি। এ ছাড়া আপেলাকৃতির পারফিউমের বোতলটি যে কারও চোখ ধাঁধিয়ে দেবে। ১৪ ক্যারেট সোনালি ও সাদা সোনায় মোড়ানো ১৮৩টি নীলকান্তমণি, ২ হাজার ৭০০ সাদা হীরা, ১.৬ ক্যারেটের ব্রাজিলিয়ান ফিরোজা, ৭.১৪ ক্যারেটের শ্রীলঙ্কান নীলকান্তমণি, ১৫টি গোলাপি অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা হীরা, ৪টি গোলাপ কাটা হীরা, ৩.০৭ ক্যারেটের গোলাকার রুবি, ৪.০৩ পিয়ার সাইজের হীরা, মাথায় ২.৪৩ ক্যারেটের হলদে হীরা বসানো হয়েছে এই পারফিউমের বোতলে। সবমিলিয়ে বোতলের গায়ে মোট ২ হাজার ৯০৯টি দামি পাথর বসানো আছে।

২) Clive Christian No. 1 Imperial MAJEST : এরপরই বলতে বলতে হয় Clive Christian No. 1 Imperial MAJEST’র কথা। যার প্রতি আউন্স কিনতে আপনাকে গুনতে হবে ১০ লাখ টাকারও বেশি। পারফিউমটি যে বোতলে বাজারে ছাড়া হয় তাতে রয়েছে ৫ ক্যারেটের সাদা হীরার প্রলেপ ও ১৮ ক্যারেট খাঁটি সোনার প্রলেপ।

৩) Baccarat Les Larmes Sacrees de Thebes: বিলাসবহুল ক্রিস্টাল গ্লাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্যাকরেট বাজারে আনে সেকরিস দে থেবস। মিসরীয় যুগে অন্যতম অভিজাত পারফিউম ফর্মুলায় তৈরি হয় লেস লার্মস সেকরিস দে থেবস। এর প্রতি আউন্সের দাম পড়ে প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা।
এই পারফিউমটি মনকাড়া সুরভীর জন্য বিখ্যাত। আধুনিকতার ছোঁয়ায় পারফিউমটি মিসরীয় কায়দায় তৈরি পিরামিড সদৃশ বোতলে বাজারে ছাড়া হয়। এটি তৈরিতে অম্বর, জুঁই, গোলাপ ব্যবহূত হয়। এ ছাড়া আরবীয় ধাঁচের গন্ধরস ও লোবান ব্যবহারের কথাও বলা হয়েছে।

৪) Chanel Grand Extrait: চ্যানেল গ্র্যান্ড এক্সট্রেইট ঐতিহ্যগতভাবেই মানুষের কৌতূহল জাগানিয়া পারফিউম। বিখ্যাত সুগন্ধিবিদ আরনেস্ট বেওয়াক্সকে ১৯২১ সালে বাজারে আনেন এই পারফিউমটি। প্রতি আউন্স পারফিউমের দাম প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। এই পারফিউম তৈরির ফর্মুলা গোপন রাখা হয়। এই পারফিউমটি খুব যত্নসহকারে তৈরি করা হয়। ফ্রান্সে নিজেদের বাগানের জুঁই ও গোলাপ থেকে এই পারফিউম প্রস্তুত করা হয়।

৫) Hermès 24 Faubourg: টোয়েন্টিফোর ফোবার্গ নামে সুপরিচিত পারফিউমটি মহিলাদের ব্যবহার উপযোগী সবচেয়ে জনপ্রিয় পারফিউম। এর প্রতি আউন্সের দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ফ্রেঞ্চ কোম্পানি ফোবার্গ তাদের দোকানের নামানুসারে এই পারফিউমটি বাজারে ছাড়ে ১৯৯৫ সালে। মাত্র ১ হাজার বোতল পারফিউম ছেড়েই খ্যাতি পায় বিশ্বজুড়ে। মোহনীয় সুঘ্রাণ মানুষকে মুগ্ধ করে। ক্রিস্টালের তৈরি বাঁকানো সুদৃশ্য বোতলে এটি মানুষের হাতে পৌঁছায়। কমলা ফুল, জুঁই, টিয়ার ফুল, পাচোলি, মাদাগাস্কার ওয়াইল্যাং ওয়াইল্যাং, আইরিস, ভ্যানিলা, অম্বর, এবং চন্দনের নির্যাস থেকে এই পারফিউমটি তৈরি করা হয়।

৬) Clive Christian No. 1: বিখ্যাত এই পারফিউমটির কিনতে আপনাকে গুনতে হবে প্রতি আউন্সে ১ লাখ ৭০ হাজার টাকার উপরে। দুটি স্মেলে এটি বাজারে পাওয়া যায়। Woody oriented পুরুষদের জন্য ও Floarl smell মহিলাদের জন্য। বোতলটির উপরের অংশ ডায়পমন্ড দিয়ে মোড়ানো।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে