পিরোজপুর পৌর এলাকা এখন সিসিটিভি ক্যামেরার এলাকা

0

সম্প্রতি পিরোজপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় সর্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে শহর, বাজার, বাসস্টান্ড থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের গুরত্বপূর্ণ স্থানে দেড় শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে বলে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান।

তিনি আরো বলেন, নগরীর মোট ২৫০টি স্পটে তাদের কার্যক্রম করার ইচ্ছা আছে; যার ৭৫ ভাগ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আরও শতাধিক ক্যামেরা লাগনোর কাজ চলমান রয়েছে। পুলিশের এ উদ্যোগে পিরোজপুর পৌর এলাকাবাসী খুব খুশি। তারা আশা করছেন সিসি ক্যামেরা স্থাপনের ফলে আল্লাহর রহমতে ইন শা আল্লাহ বর্তমানে এবং আগামীতে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

শহরের এক ব্যবসায়ী বলেন, পুলিশের সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী উদ্যোগ, যার সুফল ইতিমধ্যে শহরের ব্যবসায়ীরা পেতে শুরু করেছে।

স্থানীয় সূত্র হতে জানা যায়, কিছুদিন আগে পিরোজপুর সরকারি বয়েজ স্কুলের সামনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসন ওই সিসি ক্যামেরা দেখে সেই চোরকে শনাক্ত করতে সক্ষম হয়।