পুকুরের পানিতে ডুবে একই সাথে মৃত্যু হল মামা-ভাগ্নের

0
পুকুরের পানিতে ডুবে একই সাথে মৃত্যু হল মামা-ভাগ্নের

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত দুই শিশুর একজন উপজেলার বড়শালঘর গ্রামের মহসিন মিয়ার ছেলে হৃদয় (৭) এবং অপরজন অনন্তপুর গ্রামের অলী মিয়ার ছেলে আরিয়ান (৬)। জানা যায়, সম্পর্কে তারা দুইজন মামা-ভাগনে ছিল।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে হৃদয় ও আরিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকাল সাড়ে ৩টার দিকে বাগান বাড়ির পুকুরে তাদের ভাসতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।