পুরনো ভবনের অংশ পড়ে শ্রমিকের মৃত্যু

0

দেয়ালচাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার গাইবান্ধার জেলা শহরের ব্রিজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম আইয়ুব আলী (৪৫)। তিনি গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের উত্তর ঘাঘোয়া গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে। আইয়ুব তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা শহরের ব্রিজ রোড এলাকার টেলিফোন এক্সচেঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পুরোনো ভবন ভাঙার কাজ চলছিলো। অন্যান্য দিনের মতোই শনিবার সকালের দিকে পুরোনো ভবন ভাঙার সময় দেয়ালের একটি অংশ ধসে পড়ে৷ সেসময় দেয়ালের নিচে চাপা পড়ে আইয়ুব আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।