পুলিশের উপস্থিতিতেই পালিয়ে গেল আসামি

0
রংপুর Rangpur

রংপুরের বদরগঞ্জে পুলিশের উপস্থিতিতেই হাতকড়াসহ পালিয়েছে মাদক মামলার আসামি ওসমান গণি (৩৫)।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায় ওসমান গণি। আসামী গণি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকা থেকে ওসমান গণিকে মাদকসহ গ্রেফতার করা হয় । এসময় অসুস্থ বোধ করছে জানালে রবিবার সকালে হাতকড়া লাগিয়ে পুলিশ ভ্যানে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে সে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, “অসুস্থতার ভান করে পালিয়ে গেছে ওসমান গণি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, “ওসমান গণি দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসায় জড়িত।”