পটুয়াখালী শহরের বনানী এলাকা হতে ইয়াবা কারবারি কাইয়ুম খানকে (৪০) সোমবার বিকালে আটক করতে গেলে পুলিশকে দেখে আলামত নষ্ট করতে ২০ পিস ইয়াবা খেয়ে ফেলেন তিনি।
জানা যায়, কাইয়ুম খানের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়ায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরর্শেদ বলেন, প্রায় ছয় মাস আগে শহরের নতুন বাজারের একটি আবাসিক হোটেল থেকে ৬৫০ পিস ইয়াবাসহ একটি ইয়াবা কারবারি গ্রুপের সঙ্গে কাইয়ুম খানকে আটক করা হয়েছিল। সোমবার তাকে বনানী থেকে আবারও আটক করতে গেলে তিনি ২০ পিস ইয়াবা খেয়ে ফেলেন।
এরপর তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করলে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এছাড়াও কাইয়ুম খান নিজেও ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করে।
আটক কাইয়ুম খানকে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।