পুলিশের ভয়ে বাঁচতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

0
নারায়ণগঞ্জ Narayanganj (1)

পুলিশের ভয়ে বাঁচতে গিয়ে ব্রহ্মপুত্র নদে লাফ দিয়েছিলেন শেখ পারভেজ মিয়া (৩০) নামে এক যুবক। এতে তিনি পুলিশের হাত থেকে বাঁচতে পারলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে পুলিশের হাত থেকে বাঁচতে ব্রহ্মপুত্র নদে লাফ দিয়ে নিখোঁজ হয়েছিলেন শেখ পারভেজ। নিখোঁজের একদিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শেখ পারভেজ মুছারচর গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে।

এঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, সোমবার সাদা পোশাকে পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে লাফ দিয়ে পালিয়ে যান। তাদের দেখে ভয়ে শেখ পারভেজও নদে লাফিয়ে পড়ে নিখোঁজ হন।

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।