চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছে বিএনপি। পুলিশ অভিযান চালিয়ে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে নগর বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ্মকে বলেন, ‘বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছিল। পুলিশ এসে বিনা উসকানিতে হামলা চালিয়ে মোট ১২ নেতাকর্মীকে আহত করে। বর্তমানে তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতারও করেছে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘কোতোয়ালি থানায় দায়ের হওয়া আগের একটি নাশকতা মামলার তদন্তে পাওয়া সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’