আজ বৃহস্পতিবার বাসাইলে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এবং মধুপুরের বনাঞ্চলের টেলকি এলাকায় বাইক রেস করতে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এস এম শহীদুর রহমান জানান। বেলা ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল লিঙ্ক রোডে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে আটজন নিহত ও দুইজন আহত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির ওসি জাহাঙ্গীর আলম জানান, ভাতকুড়া এলাকার বাসাইল লিংক রোডের সামনে ঢাকামুখী মাইক্রোবাসের সঙ্গে টাঙ্গাইলমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর মধুপুরের টেলকি এলাকায় বাইক রেস করতে গিয়ে দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার হাজরাঘাট এলাকার মো. মজুনু মিয়ার ছেলে সোহাগ ও হাজরাঘাট এলাকার লিয়াকত আলীর ছেলে হিমেল।
মধুপুর থানার ওসি শফিকুর ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে ফেরার পথে মধুপুরের বনাঞ্চলের টেলকি এলাকায় কয়েক যুবক নিজেদের মধ্যে মোটরসাইকেল প্রতিযোগিতা চালাচ্ছিল। এসময় মোটরসাইকেলের চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সোহাগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত হিমেলকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।