চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শরীফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরীফুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর গ্রামের কবির হোসেনের ছেলে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, শহরের আলীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলা-নিয়ামুল গ্রুপ ও আসিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে আসিক গং প্রতিপক্ষ আলা-নিয়ামুল গ্রুপের উসমান ও শাহজামালকে আলীনগর গ্রামের বাড়ি থেকে ডেকে আনার চেষ্টা করে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো চাকু দিয়ে আসিক গ্রুপের শরীফুল ইসলামের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় টহলের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।