প্রথম আরব নেতা হিসেবে হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ

0
প্রথম আরব নেতা হিসেবে হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ

প্রথম আরব নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে নিমন্ত্রণ পেলেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ (৫৯)। দ্বিতীয় আবদুল্লাহ গত ২১ বছর যাবৎ জর্ডানের রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন। ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আজ সোমবার হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে আব্দুল্লাহর একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জর্ডানের সাবেক গোয়েন্দাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল জাউদ আল-শরাফত জানান, পূর্বের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে বাদশাহ আব্দুল্লাহর সম্পর্কের অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাফ হয়। সে সম্পর্ক জোড়া দিতে এ বৈঠক।

উল্লেখ্য, ২০১৭ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেন। এর পরপর জর্ডানের বাদশাহ সরাসরি এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, প্রেসিডেন্টের এ পদক্ষেপটি ফিলিস্তিন অঞ্চলের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট।

প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকেই ইসরাইলের সঙ্গে জর্ডানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।