অবশেষে পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার

0
অবশেষে পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের থেকে দেড় মাস আগে গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান জানান, “রোববার রাতে পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনায় জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, গত ৩০ মে সন্ধ্যার দিকে রাজধানীর বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় পরিকল্পনামন্ত্রী মোবাইল ফোন হাত থেকে ছিনতাই হয়ে যায়। এসময় গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে ছিনতাইকারী তার আইফোন দ্রুত নিয়ে উধাও হয়ে যায়।

এসময় মন্ত্রীর সাথে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু করেও ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয়নি। পরবর্তীতে ১ জুন কাফরুল থানায় ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা করা হয়।

ওই সময় ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন জানিয়েছেন, ফোন ছিনতাইয়ের ঘটনায় মাদকাসক্ত এক যুবককে চিহ্নিত করা হয়েছিল। তাকে গ্রেপ্তারে পুলিশের ক্রমাগত অভিযান চলার কথাও জানিয়েছিল পুলিশ। তার দেড় মাস পর ফোনটি অবশেষে উদ্ধার করা হলো।