চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি বারিধারায় অস্ট্রেলিয়ার দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন।
সুপ্রিম কোর্টের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান বিচারপতির মেয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। প্রথমে তিনি সেখানেই উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার জন্য রাষ্ট্রপতির কাছে ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ছুটির আবেদন করেন।
এতে তিনি লিখেছেন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গত বেশ কিছু দিন যাবৎ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছি।
আমি এর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক সুস্থতার জন্য বিশ্রামের একান্তই প্রয়োজন।
ফলে আমি ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০১৭ পর্যন্ত ৩০ দিন ছুটি ভোগ করতে ইচ্ছুক। এমতাবস্থায় ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ৩০ দিনের ছুটির বিষয়ে মহাত্মনের সানুগ্রহ অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।