ফেনীর লুদ্দারপাড় এলাকার ফরিদ মিয়ার কলোনি থেকে আল আমীন (২৫) নামের এক হকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুর ডায়মন্ডের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক আছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র হয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ওই কলোনিতে ভাড়া থেকে আশপাশের এলাকায় সাইকেলে ফেরি করতেন নওগাঁর বাসিন্দা আল আমীন ও তার বন্ধু ডায়মন্ড। আল আমীনের সঙ্গে তাদের এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল; যাকে ডায়মন্ডও পছন্দ করতেন। কিন্তু তিন মাস আগে সেই তরুণী আত্মহত্যা করলে তা নিয়ে আল আমীন ও ডায়মন্ড পরস্পরকে দোষারোপ করতে শুরু করেন এবং প্রায়ই তাদের মধ্যে এ বিষয়ে ঝগড়া লেগে থাকতো।
জানা যায়, এরই জের ধরে শুক্রবার সকালে আল আমীনকে কুপিয়ে জখম করে পালিয়ে যান ডায়মন্ড। পরবর্তীতে খবর পেয়ে ওই কলোনিতে গিয়ে আল আমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আল আমীনকে ছুরিকাঘাতে হত্যা করে ডায়মন্ড পালিয়ে গেছেন। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’