প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্যারিসের প্রথম নারী মেয়র

0
প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন প্যারিসের প্রথম নারী মেয়র

ফ্রান্সের প্যারিসের প্রথম নারী মেয়র আন্নে হিদালগো আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার তিনি এ ঘোষণা দেন।

স্প্যানিশ অভিবাসীর কন্যা ৬২ বছর বয়সী হিদালগো সোস্যালিস্ট পার্টির মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে টেক্কা দিতে তাকে পাড়ি দিতে হবে বন্ধুর পথ।

ম্যাক্রোঁর পক্ষ থেকে যদিও এখনও নিশ্চিত হওয়া যায়নি দ্বিতীয় মেয়াদের জন্য কি সিদ্ধান্ত নেবেন তিনি। তবে নির্বাচনের দৌড়ে আবারও নামবেন বর্তমান প্রেসিডেন্ট এমনটাই ধারণা করা হচ্ছে।

প্যারিসের প্রথম নারী মেয়র আন্নে হিদালগো। ২০১৪ সাল থেকে মেয়রের দায়িত্ব পালন করছেন তিনি। প্রার্থীতার ঘোষণা দিতে প্যারিসের সিটি হলের পরিবর্তে আন্নে হিদালগো বেছে নেন উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর রাওয়েন।রাজধানী প্যারিসে গাড়ির সংখ্যা কমানো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে জনপ্রিয়তার কাতারে এখন আন্নে হিদালগো।