নোয়াখালীর চাটখিলে রবিবার ফজরের সময় নিজ বাড়ির পুকুর ঘাটে ওজু করতে গিয়ে বজ্রপাতে ফৌজিয়া আক্তার মুক্তা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত ওই গৃহবধূ চাটখিলের নোয়াখলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন বুলবুলের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার ভোরে ওই গৃহবধূ ফজরের নামাজ পড়তে ওজু করার জন্য বাড়ির পুকুর ঘাটে গেলে বজ্রপাতের শিকার হন এবং সেখানেই মারা যান তিনি। পরে বাড়ির আরেক নারী পুকুর ঘাটে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, আইনগত ব্যবস্থা শেষে ওই গৃহবধূর মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।














