ফরিদপুরের ভাঙ্গায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চর-চান্দ্রা গ্রামে থেকে তাদের আটক করা হয়। গতকাল শনিবার ভাঙ্গা থানা ওসি তদন্ত বিকাশ চন্দ্র মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় তাদের কাছ থেকে ২৯টি বিভিন্ন কোম্পানির মোবাইল সেট, ২৮টি সিম ও নগদ ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রতারণার টাকা ভাগ করে নেয়ার সময় ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করে অর্থ নেয়ার অভিযোগ রয়েছে।
আটকরা হলেন, ভাঙ্গা উপজেলার চর-চান্দ্রা গ্রামের হারুন মুন্সির ছেলে রিফাত মুন্সি (২০), রাজ্জাক মোল্লার ছেলে ফরহাদ (২৫), পার্শ্ববর্তী মোল্লাকান্দি গ্রামের জলফু মুন্সির ছেলে বাবু মুন্সি (২৫), জাঙ্গালপাশা গ্রামের হাবিবুর খানের ছেলে শামীম খান (২৫), সিঙ্গারডাক গ্রামের মৃত আয়নাল খলিফার ছেলে সাগর খলিফা (৩৩)।
এ বিষয়ে ভাঙ্গা সার্কেল এসআই আজাদ জানান, “আসামিরা ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্কুলের গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের উপবৃত্তির টাকাসহ গ্রামের সহজ সরল মানুষের বিকাশ থেকে বিভিন্ন অপকৌশলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। তারা পেশাদার বিকাশ প্রতারক চক্র। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।”